স্টাফ রিপোর্টার ॥ গতকাল সকাল ১১ টায় বাংলাবাজার সোনার বাংলা একাডেমী স্কুল পরিদর্শন করেন সাবেক হবিগঞ্জ জেলা প্রশাসক ও বর্তমান বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মাহমুদ হাসান। পরে তিনি দুপুর ১২ টায় নবীগঞ্জ এস.এম ফাউন্ডেশনের সহ সভাপতি নবীগঞ্জের ফুটারমাটি (বড়-বাড়ীর) খলকু আহমদ চৌধুরীর বাসভবনে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ বাছিত, ফুটারমাটি এ ওয়ান যুব সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ কবির, সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু, সমাজেসবক হাজী আজিজুল হক চৌধুরী, নানু মিয়া চৌধুরী, রাব্বুল মিয়া, গজল চৌধুরী, মোঃ কদর উদ্দিন ও আব্দুল বাছিত প্রমুখ।