স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ। ১৬ ডিসেম্বর ভোরে দুর্জয় হবিগঞ্জে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা বেগম ও সাধারণ সম্পাদক আলেয়া আক্তারের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ইসমত আরা জলি, শওকত আরা চৌধুরী, শাহানারা চৌধুরী, তাহেরা চৌধুরী, মাধবী চৌধুরী ধরা, শিউলী সুলতানা, অ্যাডভোকেট মাসউদা বেগম চৌধুরী হাসান ও হেনা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি, অ্যাডভোকেট পারভীন আক্তার, অ্যাডভোকেট জেবুন্নেছা চৌধুরী মুক্তা, মুসলিমা খানম শারমিন, জাহেনারা আক্তার বিউটি, সুমী মোদক, সাংগঠনিক সম্পাদক রওশন আরা ভূইয়া লাকী, ফাতেমাতুজ জোহরা রিনা, শিরিন রহমান তালুকদার, অ্যাডভোকেট গুলশান আরা ফেন্সী, প্রচার সম্পাদক সুবর্ণা নারগিস, দপ্তর সম্পাদক পারভীন আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক হাসি রায়, সাংস্কৃতিক সম্পাদক রুমা দেব, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফাতেমা হোসেন মনি, মা ও শিশু বিষয়ক সম্পাদক ডাঃ হুমায়রা আনজুম, কোষাধ্যক্ষ মাফুজা আক্তার হেপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সালমা চৌধুরী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সৈয়দা মাহমুদ খাতুন, মানব বিষয়ক সম্পাদক সুপ্রিয়া ভট্টাচার্য্য, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগমসহ জেলা, উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগ এবং যুব মহিলা লীগের নেত্রীবৃন্দ।