শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

মাধবপুরে শিক্ষকের জমি রাতের আধাঁরে দখলের চেষ্টা ॥ ভাংচুর

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ২৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী শাহীন মিয়ার মালিকাধিন একটি জমি রাতের আধাঁরে ভাউন্ডারী ওয়াল ভেঙ্গে জবর-দখলের চেষ্টা চালায় শাকিল হাসান নামে এক প্রভাবশালী। এ ব্যাপারে শাহিন মিয়া বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়-আন্দিউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত অলি উর রহমানের ছেলে, উপজেলার আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী শাহীন মিয়া ১৯৯৮ সালে পৌরসভাধীন পশ্চিম মাধবপুর মৌজার এসএ খতিয়ান ৫৪, নামজারী খতিয়ান ৫৪/১,বিএস খতিয়ান ৮০০, এসএ ৬৭৩ ও বিএস ৮১৬ দাগে ৪২ শতক ভূমি জনৈক অমিয় প্রভা চৌধুরী ও তাহার স্বামী হরিপ্রদ চৌধুরীর কাছ থেকে ৫০২ নং দলিল মুলে ক্রয় করে। পরবর্তীতে ওই জমিতে মাটি ভরাট করে শাহিন মিয়া ভাউন্ডারী ওয়াল ও গৃহ নির্মাণ করে তাতে একটি মাদ্রাসা, মসজিদ ও কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠান করে পরিচালনা করে আসতেছে। এমতাবস্থায় ২০১৯ সালের ১৪ মে বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের মোঃ শাহ নেওয়াজ মিয়ার ছেলে শাকিল হাসান পাশের জমির মালিক দাবি করে জায়গা মাপ-ঝোক করে দেয়ার জন্য উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবরে অভিযোগ দেন। তৎকালিন উপজেলা নিবার্হী কর্মকর্তা মল্লিকা দে স্বারক নং ০৫.৪৬.৩৬৭১.০০৭.০১.৭৫৩.১৭.৬৬৮ তাং ২১ মে ২০১৯ ওই দরখাস্তের আলোকে তদন্ত সাপেক্ষে বাদী দাথিলকৃত কাগজ পত্র যাচাই-বাচাই করে শাকিল হাসানের কাগজ পত্র ভিত্তিহীন ও অভিযোগ মিথ্যা মর্মে রায় প্রদান করেন। গত ১১ ডিসেম্বর শাকিল হাসান লোকজন নিয়ে রাতের আধাঁরে শাহিন মিয়ার ভাউন্ডারী ওয়াল ভাঙ্গতে শুরু করলে শাহীন মিয়া তাতে বাধাঁ দিলে তাকে প্রাননাশের হুমকি দিতে থাকে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে শাকিল হাসানসহ তার লোকজন পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com