স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার রাধাপুর গ্রামে গাছের মালিকানা দাবীকে কেন্দ্র করে চাচাদের হামলায় ভাতিজা আহত হয়েছে।
জানা যায়, ওই গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে আল-আমিনের সাথে একটি জাম গাছের মালিকানা দাবী করে হবিগঞ্জ শহরের দালিয়ালপুরে বসবাসরত চাচা মজিদ মিয়া, জামাল মিয়া ও কামাল মিয়া। গতকাল সকালে গাছের মালিকানা দাবী করলে আল-আমিন ও তার তিন চাচার কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে আল-আমিনের ৩ চাচা উত্তেজিত হয়ে আল-আমিনের উপর হামলা চালায়। এতে সে গুরুত আহত হয়। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।