স্টাফ রিপোর্টার ॥ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শায়েস্তাগঞ্জ শাখা কর্তৃক পরিচালিত বাহুবলের পুটিজুরী বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ইসলামী শরিআহ মোতাবেক পরিচালিত এই কেন্দ্রের মাধ্যমে ব্যাংক হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, বৈদেশিক রেমিটেন্স-এর অর্থ প্রদান ও ইসলামী ব্যাংকের যে কেন একাউন্টে ফান্ড ট্রান্সফারসহ সকল ধরণের ব্যাংকিং সেবা প্রদান করা হবে। রোববার সারাদেশে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ২ হাজারতম সহ ১২৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেট একযোগে উদ্বোধন করা হয়েছে। একই দিন দুপুরে বাহুবল উপজেলার পুটিজুরী বাজার ব্যাংকের আউটলেট উদ্বোধন করেন সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
ইসলামী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে ও ব্যাংকের অফিসার আব্দুর রাজ্জাকের পরিচানায় স্বাগত বক্তব্য রাখেন- কেন্দ্রের এজেন্ট মাওলানা আব্দুল কাইয়ুম জাকী। বক্তব্য রাখেন-মাওলানা আব্দুল বারী আনসারী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী, হাজী আবুল কালাম, কামরুল ইসলাম, হুমায়ূন কবীর, এনামুল হক, সামছুল হক, ইসলামী ব্যাংকের অফিসার তানভির আহমেদ, জাকির হোসেন শেখ, মাওলানা আহমদ আলী ফয়ছল প্রমূখ। এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন অনুষ্ঠানের আয়োজকবৃন্দ। ব্যাংকের এজেন্ট জেড কর্পোরেশনের প্রোপ্রাইটর মাওলানা আব্দুল কাইয়ুম জাকী জানান, ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এই কেন্দ্রের মাধ্যমে সকল ধরণের ব্যাংকিং সেবাসহ বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যে কোন গ্রাহক সেবা প্রদান করা হয়ে থাকে।