শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

পুটিজুরী বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শায়েস্তাগঞ্জ শাখা কর্তৃক পরিচালিত বাহুবলের পুটিজুরী বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ইসলামী শরিআহ মোতাবেক পরিচালিত এই কেন্দ্রের মাধ্যমে ব্যাংক হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, বৈদেশিক রেমিটেন্স-এর অর্থ প্রদান ও ইসলামী ব্যাংকের যে কেন একাউন্টে ফান্ড ট্রান্সফারসহ সকল ধরণের ব্যাংকিং সেবা প্রদান করা হবে। রোববার সারাদেশে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ২ হাজারতম সহ ১২৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেট একযোগে উদ্বোধন করা হয়েছে। একই দিন দুপুরে বাহুবল উপজেলার পুটিজুরী বাজার ব্যাংকের আউটলেট উদ্বোধন করেন সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
ইসলামী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে ও ব্যাংকের অফিসার আব্দুর রাজ্জাকের পরিচানায় স্বাগত বক্তব্য রাখেন- কেন্দ্রের এজেন্ট মাওলানা আব্দুল কাইয়ুম জাকী। বক্তব্য রাখেন-মাওলানা আব্দুল বারী আনসারী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী, হাজী আবুল কালাম, কামরুল ইসলাম, হুমায়ূন কবীর, এনামুল হক, সামছুল হক, ইসলামী ব্যাংকের অফিসার তানভির আহমেদ, জাকির হোসেন শেখ, মাওলানা আহমদ আলী ফয়ছল প্রমূখ। এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন অনুষ্ঠানের আয়োজকবৃন্দ। ব্যাংকের এজেন্ট জেড কর্পোরেশনের প্রোপ্রাইটর মাওলানা আব্দুল কাইয়ুম জাকী জানান, ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এই কেন্দ্রের মাধ্যমে সকল ধরণের ব্যাংকিং সেবাসহ বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যে কোন গ্রাহক সেবা প্রদান করা হয়ে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com