স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার চাঁনপুরে প্রতিপক্ষের হামলায় এক সামসুন নাহার (২৬) নামের এক নারী আহত হয়েছেন। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের তাজুল ইসলামের স্ত্রী। জানা যায়, গতকাল শনিবার সকালে একই এলাকার মৃত আতিক আলীর ওরফে লুদন মিয়ার ছেলে হাছান আলীর নির্দেশে বুলবুল মিয়া, লোমান মিয়া জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে মারপিট করে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।