স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার শাহনগর গ্রামে আকবর আলী (২৫) নামের এক গাড়ি চালককে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের ফিরোজ মিয়ার পুত্র। জানা যায়, দীর্ঘদিন ধরে বরগাঁও গ্রামের মৃত কাদির মিয়ার পুত্র সহিদ মিয়ার সাথে তার বিরোধ চলে আসছে। এর জের ধরে গত মঙ্গলবার সকাল ৯টায় সহিদ, রিপন ও ইমন মিয়াসহ একদল লোক আকবর আলীকে পিটিয়ে আহত করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।