স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গোষ্ঠীর লোকজনের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ শতাধিক লোক আহত হয়। এ ঘটনায় ৫ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর ওই গ্রামে এক সালিশ বৈঠকে দুই দুই গোষ্ঠীর লোকজনের মাঝে তর্কবিতর্কের জেরে সংঘর্ষ হয়। জানা যায়, ওই গ্রামের খিরাজ মিয়া সরদার ও মুগুল মিয়া সরদারের মাঝে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। ইদানিং গরুর ঘাস খাওয়া নিয়ে বাকবিতন্ডা হয়। এর জের ধরে উভয়পক্ষে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল ওই সময় সালিশ বৈঠকের আয়োজন করা হয়। এতে উভয়পক্ষের লোকজনের মাঝে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ১০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করা হয়। এ সময় শায়েস্তাগঞ্জ থানার এসআই আব্দুল হামিদ, কনস্টেবল কামাল মিয়া, আরাফাত মিয়া, দ্বীপ নারায়ণসহ ৫ জন আহত হয়। এ ছাড়াও সংঘর্ষে শিফা আক্তার (১৪), লাল মিয়া (৫০), হেকিম (৫০), আয়েশা বেগম (৩৫), সাত্তার মিয়া (৭৫), জনাব আলী (৪০), সাইফুল (১৭), জালাল মিয়া (৩৫), বিপুল মিয়া (১৮), আব্দুল হামিদ (৫০), মিলন মিয়া (১৪), সাহেদা (২০), সাইদুল (১৬), রিমন (২০), করিম (২০), রেজিয়া (৩০), শুভ আহমেদ (২৫), নুর মিয়া (৬৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও পুলিশ সদস্যদেরকে চিকিৎসা দেয়া হয়। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের লোকজন পুলিশের উপর ইটপাটকেল ছুড়ে হামলা করে। এতে ৫ পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে ৫ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং ওই এলাকায় পুলিশ মোতায়েন আছে। এ বিষয়ে পুলিশ এসল্ট মামলার প্রস্তুতি চলছে।