রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

নবীগঞ্জে বিবিয়ানা সাউথ প্যাডে কাজে না নেওয়ায় ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্রমিকদের অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৪১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে বিবিয়ানা সাউথ প্যাডে কাজে নেওয়ার কথা বলে না নেওয়ায় এক ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্রমিকদের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গত সোমবার ৭ ডিসেম্বর নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে গণস্বাক্ষর দিয়ে একটি অভিযোগ করেন ওই ইউনিয়নের করিমপুর, কাকুরা ও চানপুর গ্রামের বাসিন্দা। অভিযোগ সুত্রে জানা যায়, অভিযোগকারীদের নবীগঞ্জ উপজেলার বুরহানপুর এলাকার করিমপুর বিবিয়ানা সাউথ প্যাডে অবস্থিত মেসার্স ফিরোজ এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান রয়েছে। স্থানীয় কর্মহীন শ্রমিকদের যোগ্যতা ভিত্তিক কাজ দেওয়ার কথা বলে মীর আক্তার হোসেন লিঃ এর প্রজেক্ট ম্যানেজার মাহফুজ ওই এলাকার স্থানীয়দের বাদ দিয়ে অর্থের বিনিময়ে তাদের মনোনিত ব্যক্তিদের কাছ থেকে শ্রমিক ও বিভিন্ন মালামাল নেওয়ার কার্য্যাদেশ দেয়। এতে এলাকাবাসীরা স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি অবগত করলে চেয়ারম্যান ম্যানাজারের সাথে কথা বলে ১০ জন ও পর্যায়ক্রমে সংখ্যানুপাত হারে শ্রমিক ও ছোট খাটো ব্যবসা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। পরে চেয়ারম্যান গ্রামের শ্রমিকদের সি.বি দেশীয় ঠিকাদারী প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিঃ এ দাখিল করলে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার তার প্রতিষ্ঠানে আর কোন শ্রমিক লাগবে না বলে সি.বি গ্রহণ না করে ফিরিয়ে দেন। এতে শ্রমিকরা হতাশায় নিমিজ্জিত হয়ে মানবেতর জীবন যাপন করছেন উল্লেখ্য করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com