প্রেস বিজ্ঞপ্তি ॥ তাসনুভা শামীম ফাউন্ডেশন এর উদ্যোগে চুনারুঘাট উপজেলার প্রতিবন্ধী বিধবা সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা অনুষ্টিত হয়েছে। সভার আয়োজনে ছিল প্রতিবন্ধী অধিকার সংরক্ষণ ও উন্নয়ন পরিষদ।
তাসনুভা শামীম ফাউন্ডেশন এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানে তাদের মাঝে উপস্থিত ছিলেন সমাজ সেবার সহকারী পরিচালক জালাল উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন শানঘলা ইউনিয়ন এর চেয়ারম্যান ফজলুর রহমান, তাসনুভা শামীম ফাউন্ডেশন এর সহ-সভাপতি পঙ্কজ কান্তি দাস, সাধারণ সম্পাদক সুমন আহমেদ রাজু আলী, প্রচার সম্পাদক লোকমান আহমেদ, নির্বাহী সদস্য জয়নাল আবেদীন রাসেল। তাছাড়া সমাজ সেবার অফিসার চুনারুঘাট বারীন্দ্র চন্দ্র রায়, সেলিম তরফদার, (সভাপতি) আবুল কাশেম, সুমন (সাধারণ সম্পাদক) প্রতিবন্ধী অধিকার সংরক্ষণ ও উন্নয়ন পরিষদ, ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সাংবাদিক ছানু মিয়া ও নির্বাহী সদস্য চুনারুঘাট প্রতিনিধি আশিস দেব উপস্থিত ছিলেন। হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলার অসহায় প্রতিবন্ধী পরিবারে মাসিক খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করতে চান হবিগঞ্জ প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আয়ারল্যান্ড প্রবাসী সাগর আহমেদ শামীম। তিনি দেশ বিদেশের সকল বাঙ্গালী ভাইবোনকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আহবান জানান।