প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের টাউন হল রোড এলাকায় আর্টিজান শো-রুমের উদ্বোধন করা হয়েছে। এতে রয়েছে স্বল্পমূল্যের অত্যাধুনিক ম্যানস, লেডিস ও কিডস কালেকশন। গতকাল শুক্রবার বাদ আছর হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তখন জেলা পরিষদের সদস্য নূরুল আমীন ওসমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম, সারোয়ার হোসেন, মোঃ আল আমীন, জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সাইদুরসহ শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের পরিচালক জানিয়েছেন, এখানে পুরুষ, মহিলা ও বাচ্চাদের অত্যাধুনিক কাপড় স্বল্পমূল্যে পাওয়া যায়। শীতকাল উপলক্ষে রয়েছে রকমারী কাপড়ের মেলা ও আকর্ষণীয় ছাড়। ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসেন সাইফী।