শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

প্রভাষক ছাদিরুজ্জামান খান জুসেফ এর অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায়

  • আপডেট টাইম শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৫৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ অশ্রুসিক্ত নয়নে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক ও প্রভাষক ছাদিরুজ্জামান খান জুসেফ (৩৩) কে শেষ বিদায় জানিয়েছে হাজারো মানুষ। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বাদ মাগরিব জনাব আলী সরকারি কলেজ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের পূর্বে জুসেফ এর স্মৃতিচারণ নিয়ে আলোচনা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আব্দুল বাছিত আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন। ডাঃ জীবন বলেন, ছাদিরুজ্জামান খান জুসেফ বিএনপির নিবেদিত একজন কর্মী ছিল। সে ২০০৮ এর জাতীয় নির্বাচনে প্রাণ উজাড় করে কাজ করছিল। সে একজন মজলুম ছাত্রনেতা। তার ২টি ছোট্ট কন্যা সন্তান রয়েছে। মহান আল্লাহর উপর এ শিশুদের জীবন ছেড়ে দিলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, ২নং ইউপি চেয়ারম্যান মোঃ ওয়ারিশ উদ্দিন খান ও আলেম-উলামা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ। জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদ এর সভাপতি ও তরঙ্গ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক মন্ডলীর সভাপতি আলহাজ্ব রেজাউল মোহিত খান, জেলা স্বেচ্ছাসেব দলের সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছামিউল আহমেদ খান, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট লেখক মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল নেতা মোঃ নাজমুল হোসেন, তরঙ্গ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও প্রকাশক শিব্বির আহমদ আরজু ও বানিয়াচং উপজেলা ছাত্রদলের আহবায়ক মোবাশ্বির আহমেদ মজনু। উল্লেখ্য, গত রবিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ভারতের চেন্নাই সিএমসি হাসপাতালে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। ছাদিরুজ্জামান খান জুসেফ উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত মধুখানী মহল্লার মরহুম বশিরুজ্জামান খান এর পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com