নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদরের পৌর মার্কেট থেকে হারিয়ে যাওয়া মোবাইল হবিগঞ্জ সদর থানার পুলিশ উদ্ধার করে নবীগঞ্জের সাংবাদিক সলিল বরণ দাশকে প্রদান করেছে। বৃহস্পতিবার রাত ৮টায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসক আলী ও মোবাইল ফোন উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক সহ সদর থানা পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে হারিয়ে যাওয়া মোবাইল নবীগঞ্জের সাংবাদিক সলিল বরণ দাশের কাছে হস্তান্তর করা হয়। প্রসঙ্গ, গত ১৫ জুলাই সাংবাদিক সলিল বরণ দাশের স্ত্রী শ্রাবন্তী মজুমদার তার মোবাইলটি কালী গাছ তলা বাসা থেকে পৌর মার্কেট আসার পথে হারিয়ে ফেলেন। এরপর সদর থানায় সাধারণ ডায়রির পর কললিস্টের সূত্র ধরে অভিজিৎ ভৌমিক সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুক আলীর সার্বিক সহযোগীতায় গত মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ পৌর এলাকা থেকে মোবাইলটি উদ্ধার করেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বিজয়ের প্রতিধ্বনীর সম্পাদক আনিসুজামান রতন। এ ব্যাপারে হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুক আলী বলেন, হবিগঞ্জ সদর মডেল থানা চৌকস পুলিশ অফিসার এস.আই অভিজিৎ ভৌমিক সহ সদর থানা পুলিশ তৎপরতায় গত এক মাসে অনেকগুলো হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে। নিজের হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মানুষজন অবাক ও খুশি হন। আগামীতে সদর থানা পুলিশের এই তৎপরতা আরও গতিশীল বেগবান করা হবে। এছাড়া মোবাইল উদ্ধারের জন্য সদর থানার এস.আই অভিজিৎ ভৌমিক সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।