আবুল কাসেম, লাখাই থেকে ॥ “পরিবেশ সুরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে লাখাইয়ে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ” বিজ্ঞান মেলা – ২০২০” উপলক্ষে শুভ উদ্ভোধন, প্রদর্শনী মেলা, পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞানমেলা ২০২০ এর শুভ উদ্বোধন করেন লাখাই উপজেলা নির্বহী অফিসার লুসিকান্ত হাজং। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, সহঃ কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা, কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ, প্রঃ শিঃ মামুনুর রশীদ, ইমরান কবির, যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, অনলাইন প্রেসক্লাব সভাপতি মহসিন সাদেক, রিপোটার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন জে, এম, এস, ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি জামাল মস্তুফা শামীম প্রমখ।