আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ ‘তামাকের উপর কর বাড়াও, রোগ মৃত্যুর হার কমাও’- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০১৪ উপলক্ষে মাধবপুরে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসীম উদ্দিন ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা দেবাশীষ দেবনাথ এর নেতৃত্বে একটি র্যালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য কর্মকর্তা দেবাশীষ দেবনাথের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসীম উদ্দিন ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান, উপজেলা পঃ পঃ কর্মকর্তা মোঃ আকিব উদ্দিন, উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং তামাক মুক্ত সিলেট প্রকল্প সীমান্তিকের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আবুল হোসেন সবুজ, জাহের মিয়া ফকির, সীমান্তিকের ফিল্ড অফিসার সৈয়দ হামিদ আহম্মেদ, স্বাস্থ্য পরিদর্শক আলী আজগর, রবীন্দ্র দেবনাথ প্রমুখ।