প্রেস বিজ্ঞপ্তি ॥ ”সারা বিশ্বের ঐক্য,” এইডস্ প্রতিরোধে সবাই নিব দায়িত্ব” এই প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জ জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং বাঁধন হিজড়া সংঘের সহযোগিতায় হবিগঞ্জে বিশ্ব এইডস্ দিবস পালিত হয়েছে। বিশ্ব এইডস দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় ২৫০ শয্যা জেলা আধুনিক সদর হাসপাতাল, হবিগঞ্জ এর সামনে ব্যানার সহ এক স্ট্যান্ডিং র্যালীর আয়োজন করা হয়। স্ট্যান্ডিং র্যালীটিতে অংশ নেন
ডাঃ মোঃ হেলাল উদ্দিন, তত্বাবধায়ক জেলা আধুনিক সদর হাসপাতাল, জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মোখলিছুর রহমান (ভারপ্রাপ্ত সিভিল সার্জন), শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ, এসআই মোঃ আলমগীর হোসেন। স্ট্যান্ডিং র্যালীতে বাঁধন হিজড়া সংঘের সাব-ডিআইসি ইনচার্জ মোঃ আমির হোসেন এর নেতৃত্বে হলুদ রং এর টি শার্ট পরিহিত একদল অংশগ্রহণকারী এবং হিজড়া জনগোষ্ঠি স্ট্যান্ডিং র্যালীটিকে বর্ণিল করে তুলে। স্ট্যান্ডিং র্যালী শেষে জেলা আধুনিক সদর হাসপাতলের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাঃ মোঃ হেলাল উদ্দিন, তত্বাবধায়ক জেলা আধুনিক সদর হাসপাতাল। সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার জনাব কলিম উল্লাহ সিকদার এর পরিচালনায় সভায় বক্তারা এইচআইভি/এইডস এর প্রোপট তুলে ধরে বক্তব্য রাখেন এবং বলেন সকলের ঐকান্তিক প্রচেষ্টাই পারবে এইচআইভি/এইডস প্রতিরোধ করতে।