স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির আওতায় জেলার সকল উপজেলা ও ইউনিয়নে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। গতকাল সোমবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী পরিচালনায় এমপি আবু জাহিরের বাস ভবনে সভাটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী টিপু, এডভোকেট মনোয়ার আলী, ডাঃ অসীত রঞ্জন দাস, এডভোকেট নিলান্দ্রী শেখর পুরকায়স্থ টিটু, এডভোকেট রুহুল হাসান শরীফ, এডভোকেট হুমায়ুন কবীর সৈকত, রফিক আহমেদ, নুর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, ইসমাইল হোসেন এডভোকেট রুকন উদ্দিন তালুকদার, এডভোকেট সুলতান মাহমুদ, এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, স্বপন লাল বণিক, আবজল আলী দুদু, শংক শুভ্র রায়, রাসেল চৌধুরী, এডভোকেট নুরুল ইসলাম তালুকদার, হুমায়ুন কবির রেজা, হাবিবুর রহমান খান, এডভোকেট সুবীর রায়, এডভোটেক শাহ কুতুব উদ্দিন, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি প্রমূখ। সভায় সিদ্ধান্ত নেয়া হয়, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জের প্রত্যেক ইউনিয়ন উপজেলায় বিজয় দিবসের কর্মসুচি পালিত হবে। ১৪ ডিসেম্বর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে বুদ্ধিজীবী দিবস পালন করা হবে। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে হবিগঞ্জ দূর্যয় স্মৃথিসৌদে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ২১ ডিসেম্বর জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ এবং ৩১ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।