মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউর রহমান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। বিকাল সোয়া ৪টা থেকে শুরু হয়ে সোয় ৬টা পর্যন্ত ভ্র্যাম্যমান আদালত অভিযান অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্র্ণ পণ্য বিক্রির দায়ে ৯টি দোকান ও অপরিচ্ছন্ন পরিবেশ থাকার কারনে ১টি হোটেলকে ১১ হাজার ৫শ টাকা আর্থিক জরিমানা প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো মধ্যে সাকিব ভেরাইটিজ ষ্টোর ২ হাজার টাকা, আজিজুর রহমান ২ হাজার টাকা, সাইদুর রহমান ষ্টোর ২ হাজার টাকা, মোহনা ভেরাইটিজ ষ্টোর ৫ শ টাকা, মহসিন ষ্টোর ১ হাজার টাকা, মনির ষ্টোর ৫শ টাকা, সাবাজ ষ্টোর ১ হাজার টাকা, কবির ষ্টোর ১ হাজার টাকা, তমিজ আলী ১ হাজার টাকা ও নুরুল হককে ৫শ টাকা জরিমানা করা হয়। এসময় প্রত্যেক ব্যবসায়ী ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করতে নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক। পরবর্তী অভিযান পরিচালনার সময় এসব দোকান ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।