বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

বানিয়াচংয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যবসায়ীদের স্বপ্ন পুড়ে ছাই ॥ ক্ষতি প্রায় ৩ কোটি টাকা ॥ এমপি মজিদ খানের পরিদর্শন

  • আপডেট টাইম সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৪৫৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং সদরের বড়বাজারে গভীর রাতে অগ্নিকা-ে ইবনে সীনা ফার্মেসীসহ প্রায় ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার দিবাগত রাত ১.৩০ মিনিটে বানিয়াচং বড়বাজারে এ অগ্নিকা-ের ঘটনাটি ঘটে। প্রায় দেড়ঘণ্টা ব্যাপী বানিয়াচং ফায়ার সার্ভিস ইউনিট, হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, নবীগঞ্জ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ও স্থানীয় জনতার অকান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে আগুনে প্রায় ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান একেবারেই ভস্মিভুত হয়ে যায়। গভীর রাতে আগুন লাগার সংবাদ পেয়ে বাড়ি থেকে দ্রুত ঘটনাস্থলে আসেন দোকান মালিকরা। ততক্ষণে তাদের স্বপ্নগুলো পুড়ে ছাই হয়ে গেছে। নিজ চোখে অপলক দৃষ্টিতে থাকিয়ে দেখেছেন দীর্ঘদিনের সাজানো দোকানগুলো পুড়ে যাওয়া। এসময় অনেক ব্যবসায়ীকে দোকানের সামনেই জ্ঞান হারিয়ে যেতে দেখা গেছে। শনিবার কাক ডাকা ভোরে পরিবারের সদস্যরা তাদের স্বপ্নভরা দোকানগুলোর দৃশ্য দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় তাদের এ হৃদয় বিদারক আর্তনাদে আশেপাশের ব্যবসায়ীদের মধ্যেও শোক নেমে আসে। তাদের এ করুন অবস্থা দেখে সান্ত¡না দেয়ার ভাষা হারিয়ে ফেলেছে অনেকেই। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে, আলমগীর মিয়ার মুদি দোকান, ইবনেসিনা ফার্মেসী, মোশাহিদ মিয়ার মুদি দোকান, সুমনের মুদি দোকান, লিটন মিয়ার ডিমের দোকান, দুলাল মিয়ার মুদি দোকান, নাজমুল মিয়ার দোকান, আবুল কালামের দোকান, ওয়াহীদ মিয়ার দোকান, লাল মিয়ার দোকান, নাহিদ মিয়ার দোকান, আবুল হোসেন মিয়ার দোকান এবং জাহাঙ্গীর মিয়ার দোকান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের অন্ততপক্ষে ৩ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা তাদের ক্ষতি পুষিয়ে উঠতে সরকারের সহযোগিতা কামনা করছেন।
ফায়ার সার্ভিসের লোকদের সাথে আলাপকালে তারা জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। এদিকে অগ্নিকা-ের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনসহ পুলিশের পুরো ইউনিট। ইউএনও মাসুদ রানা নিজে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণে আনতে সার্বিক সহযোগিতা করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত¡Íনা দেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ^াস প্রদান করেন। এদিকে ক্ষতিগ্রস্থ ব্যাবসা প্রতিষ্ঠান ও ব্যাবসায়ীদেরকে সমবেদনা ও সহমর্মিতা জানাতে পরিদর্শন করেছেন এমপি আব্দুল মজিদ খান। এ সময় বড়বাজারের অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন ব্যাংক ও এনজিও প্রতিষ্টানের প্রতি আহবান জানিয়েছেন। পরিদর্শনকালে এমপি আব্দুল মজিদ খান এর সাথে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী হারুন মিয়া, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা ও বড়বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি হাজী জয়নাল আবেদিন, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল, আবুল হোসেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু আশফাক চৌধুরী বাবুকে, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ জেড উজ্জ্বল সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন প্রমূখ।
এছাড়াও অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, বানিয়াচং উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com