স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎস্পৃষ্টে দুটি পা হারানো শায়েস্তাগঞ্জের নয় বছরের শিশু তাজরিন আক্তার নদীর পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের প্রবাসিদের সামাজিক সংগঠন প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট। গতকাল বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে অসহায় পরিবারকে ৫ লাখ টাকার মানবিক সহায়তা তোলে দেওয়া হয় এ ট্রাষ্টের পক্ষ থেকে। শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ বড়চর গ্রামের বাসিন্দা মোঃ রফিক মিয়ার মেয়ে তাজরিন আক্তার গত ১৫ মে তাঁদের বাড়ির পাশে নির্মানাধীন একটি ভবনের ছাদে খেলতে যায় অপর দুই শিশুর সাথে। ওই ছাদের উপর অরক্ষিত ভাবে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয় তাজরিন আক্তার। পরে অস্ত্রোপচার করে তাঁর দুটি পা কেটে ফেলতে হয়। তাঁর চিকিৎসা ব্যয় বহন করতে যেঁয়ে নিঃস্ব হয়ে পড়ে শিশুটির পরিবার। এ গিয়ে আসেন প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্টের অন্যতম তিন সদস্য যুক্তরাজ্যের কমিউনিটি নেতা হবিগঞ্জ শহরের বাসিন্দা হাবিবুর রহমান রানা, আবদুল কাইউম কায়সার ও শায়েস্তাগঞ্জের নুরপুরের বাসিন্দা এডভোকেট গোলাম মোস্তফাসহ প্রবাসিরা। তাঁরা নদীর জন্য গঠন করেন ৫ লাখ টাকার তহবিল। গতকাল বুধবার দুপুরে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্টের পক্ষ থেকে এ অসহায় শিশুটিকে মানবিক সহায়তা দিতে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু জাহির। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রবাসিরা দেশের বাইরে থাকলেও তাঁদের মন প্রাণ এ দেশের মানুষের জন্য। তাঁরা প্রতিটি সংকটে সহায়তার হাত বাড়িয়ে দেন। যুক্তরাজ্যের প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট দুটি পা হারানো শিশু তাজরিন আক্তার নদীকে ৫ লাখ টাকা দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের হবিগঞ্জ প্রতিনিধি তোফাজ্জল সোহেলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন, প্রথম আলো হবিগঞ্জ জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, ইউপি চেয়ারম্যান তাজউদ্দিন তাজ, আইএফআইসি ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আকবর হোসেন, মহিলা ভাইস চেয?ারম্যান মুক্তা আক্তার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান। ট্রাষ্টের জেলা প্রতিনিধি তোফাজ্জল সোহেল বলেন, প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে করোনা সংকটে খাদ্য সহায়তা, প্রথম লক ডাউনকালে ব্রিটেনে আটকা পরা প্রবাসি ছাত্রদেরকে আর্থিক সহায়তা, করোনায় মৃতদের লাশ দাফন ও কাফনের অর্থ সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। আমরা শিশু নদীকে যে ৫ লাখ টাকা দেওয়া হয়েছে। তাঁর ভবিষ্যত বিবেচনায় নিয়ে এ টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনে দেওয়া হয়েছে। যাঁতে সে আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারে।