প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডাব্লিউএইচও এর কো-চেয়ারম্যান মনোনীত হওয়ায় হবিগঞ্জে আনন্দ র্যালী করেছে হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগ। গতকাল বুধবার দুপুরে র্যালীটি চৌধুরী বাজার থেকে শুরু হয়ে শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালী শেষে কোর্ট মসজিদ প্রাঙ্গণে আয়োজিত পথসভায় পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহবুবুর রহমান সানির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল হুদার পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী, প্রকৌশলী সুশান্ত দাশ গুপ্ত প্রমুখ। সভায় বক্তারা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ কমানা করেন।