স্টাফ রিপোর্টার ॥ পায়ে শিকল দিয়ে তালা পড়া অবস্থায় আনিকা (১২) নামে এক মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু নিয়ে আলোচনা চলছে। পরিবারের দাবী নিহত আনিকা মস্তিস্ক বিকৃত ছিল। সদর উপজেলা গোপায়া গ্রামের মৃত আব্দুর রহিমের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাত ৮ টার দিকে আনিকাকে ঘরের তীরের ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার দু’পা শিকল দিলে তালা অবস্থায় ছিল। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মিন্টু দেব ঘটনাস্থলে গিয়ে আনিকার লাশ উদ্ধার করেন। পরিবারের লোকজন জানায়, আনিকা মস্তিস্ক বিকৃত ছিল। ফলে তাকে পায়ে শিকল দিয়ে তালা দিয়ে রাখা হতো।