তানভীর হোসেন ॥ শীতের শুরুতে ঠান্ডা জনিত রোগের পাদুর্ভাব দেখা দিয়েছে। বেশী আক্রান্ত হচ্ছে নবজাতক শিশুরা। নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত গত ১ সপ্তাহে চিকিৎসার জন্য ৩৫০ জন শিশুকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রতিদিন ২০ থেকে ২৫ জন শিশু ভর্তি করা হচ্ছে।
সুত্রে জানা যায়, ৭০ বেডের শিশু ওয়ার্ডে রোগী ভর্তি করতে হয়েছে ১১০ জনের বেশি। ফলে হিমশিম খাচ্ছেন কর্তব্যরত নার্সরা। সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ আশরাফ উদ্দিন বলেন, শীত শুরুর সাথে সাথে ঠান্ডা জনিত রোগ বাড়ছে। নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত হচ্ছে শিশুরা। প্রতিদিন ১৫ থেকে ২০ জন রোগী হাসপাতালে আসছে। তাদেরকে যথাযত চিকিৎসা দেয়ায় সুস্থ হচ্ছে।