স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের আকির ডেইরি ফার্ম এর সত্বাধিকারী মোঃ আকির হোসেনকে “বঙ্গবন্ধু জাতীয় যুব পুরস্কার-২০২০” এ ভূষিত হওয়ায় যুব উন্নয়ন অধিদপ্তর, হবিগঞ্জ কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ২৩ নভেম্বর হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরে “জঙ্গিবাদ. সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকান্ডে নৈতিকতার অবক্ষয় ও বিপথগামিতা রোধকল্পে যুবদের ভূমিকা” শীর্ষক কর্মশালায় এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ এডভোকেট মোঃ আবু জাহির এমপি, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক মোঃ ফখর উদ্দিন। প্রধান অতিথি এডঃ মোঃ আবু জাহির এমপি আকির ডেইরি ফার্ম এর সত্বাধিকারী মোঃ আকির হোসেনকে ধন্যবাদ জানিয়ে বলেন, মোঃ আকির হোসেন বঙ্গবন্ধু জাতীয় যুব পুরস্কার এ ভূষিত হওয়ায় সারা দেশে হবিগঞ্জ জেলার সুনাম বৃদ্ধি পেয়েছে। তিনি আরো বলেন, আকির অক্লান্ত পরিশ্রম করার কারনেই আজ হবিগঞ্জ এর জন্য গেীরভময় অধ্যায়ের সৃষ্টি করেছেন। আকির এর ন্যায় এ ধারা অব্যাহত রাখার জন্য তিনি যুবদের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, গত ১ নভেম্বর জাতীয় যুব দিবসে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রির ভার্চূয়াল উপস্থিতিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এম পি আকির ডেইরি ফার্ম এর সত্বাধিকারী মোঃ আকির হোসেনকে এ পুরস্কার প্রদান করেন।