শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

ভাগ্য ফেরাতে গিয়ে লাশ হয়ে ফিরেছেন হবিব উল্লাহ

  • আপডেট টাইম বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৩৮৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ ভাগ্য ফেরাতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বানিয়াচঙ্গের এক প্রবাসী। উপজেলা সদরের যাত্রাপাশা গড়পাড় এলাকার হবিব উল্লাহ পরিবারের সচছলতা ফিরিয়ে আনতে বিদেশ গিয়ে মঙ্গলবার লাশ হয়ে ফিরলেন নিজ বাড়ীতে। হবিব উল্লাহ সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা গড়পাড় এলাকার আমীন উল্লাহর পুত্র। কফিনবন্দী লাশ বাড়ীতে পৌছার পর এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। প্রবাসে যাওয়ার সময় যে প্রিয়জনকে বিদায় দিয়েছিলেন পরিবারের সবাই আনন্দচিত্তে, আজ আর সেই আনন্দ নেই, সবার চোখের কোনে জমাটবদ্ধ পানি। আজ যে তাদের প্রিয়জন এসেছেন নীরবে কফিন বাক্সে করে। পরিবারের সবার কত আবদার ছিল তাদের প্রিয়জনের কাছে। কত কথা জমে আছে প্রিয়জনকে বলবেন বলে। এগুলো এখন কেবলই স্মৃতি। তাদের প্রিয়জন আর কখনও কথা বলবেন না। চিরদিনের জন্য বিদায় নিলেন এই জগত থেকে। পরিবারের সুখের আশায় ৩০ বছর আগে মধ্যে প্রাচ্যের দেশ ওমানে পাড়ি দিয়েছিলেন হবিব উল্লাহ । আরো ২ ভাইকে নিয়েছিলেন সেখানে। প্রবাস জীবনে বেশ সফলও হয়েছিলেন। একান্ত ইচ্ছা ছিল পরিবারকে অর্থনৈতিকভাবে শক্ত একটি ভীতের উপর দাঁড় করে বাকী জীবনটুকু পরিবারের সঙ্গে কাটি দেওয়া। নিয়তির নির্মম পরিহাস, গত ১৪ নভেম্বর রেমিটেন্স যোদ্ধা হবিব উল্লাহ (৫০) মারা গেছেন ওমানে। পরিবারের ৪ ভাই ও ২ বোনের মধ্যে হবিব উল্লাহ সবার বড়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পরিবারকে আগলে রেখেছেন। নিজে শত কষ্টে থাকলেও পরিবারের মানুষজনকে সব সময় সুখে রাখার চেষ্টা করতেন। প্রিয় মানুষকে হারিয়ে বৃদ্ধ পিতা, ভাই-বোন, স্ত্রী-সন্তানসহ স্বজনরা সবাই বাকরুদ্ধ। গতকাল মঙ্গলবার ওমান থেকে লাশ আসার পর বাদ আছর বন মুথুরা জামে মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার ৪ ছেলে। জ্যেষ্ঠ সন্তান রাকিব এসএসসি পরীক্ষার্থী। বাকী ভাইয়েরাও সবাই লেখাপড়ায়। এহেন অবস্থায় পিতৃবিয়োগে সন্তানদের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন এলাকাবাসী। হবিব উল্লাহ খুব শান্ত-শিষ্ট ও ভদ্র মানুষ ছিলেন। হবিব উল্লার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com