স্টাফ রিপোর্টার ॥ “নীল অর্থনৈতিক কর্মকান্ড এনে দেবে সমৃদ্ধি (ইষঁব ঊপড়হড়সু অপঃরারঃু রিষষ নৎরহম ঢ়ৎড়ংঢ়বৎরঃ)” প্রতিপাদ্যকে সামনে নিয়ে হবিগঞ্জে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি)’র ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন করা হয়েছে। গত রবিবার হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকায় আইডিইবি ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
আইডিইবি হবিগঞ্জ জেলা সভাপতি লায়ন প্রকৌশলী জয়নাল উদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন প্রকৌশলী মোঃ মনসুর রশিদ কাজলের পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হবিগঞ্জ শাহজালাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রদীপ কান্তি রায়। এতে বক্তব্য রাখেন আইডিইবি হবিগঞ্জ জেলার সহ সভাপতি ও শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সুভাষ কুমার চক্রবর্তী, প্রকৌশলী বাহাদুর আলম তালুকদার, প্রকৌশলী আব্দুল কদ্দুছ শামীম, প্রকৌশলী বিশ্বজিৎ পাল, আজিজুর রহমান ইকবাল, শাহেদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রকৌশলী ও হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, ডিপ্লোমা প্রকৌশলীগণ দেশ গড়ার হাতিয়ার। বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য আইডিইবি’র প্রকৌশলীরা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। ভবিষ্যতেও তারা দেশের জন্য কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি।
এমপি আবু জাহির সকাল সাড়ে দশটায় আইডিইবি ভবনের সামনে উপস্থিত হলে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে সংসদ সদস্য শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। তখন হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যাল্যয় বাস্তবায়ন উপলক্ষে সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান সড়ক দিয়ে হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে গিয়ে সমাপ্ত হয়। সেখানে দিনভর বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।