স্টাফ রিপোর্টার ॥ বিএনপির সক্রিয় সদস্য বাদশা মিয়া ওরফে নাজমুল হুদাকে হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের নব গঠিত কমিটিতে অন্তর্ভূক্ত করায় দলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাজমুল হুদাসহ বহিরাগতদের স্বেচ্ছাসেবক লীগ থেকে অপসারণ করার দাবী জানিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট অভিযোগ প্রেরণ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, সদর উপজেলার বহুলা গ্রামের বিএনপি নেতা বুলবুল চিশতীর পুত্র বাদশা মিয়া ওরফে নাজমুল হুদা উপজেলা বিএনপির একজন সক্রিয় নেতা। তিনি বিএনপির আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে আসছেন। আন্দোলনের নামে নাশকতার সময় পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়। ২০১২ সালে নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলায় নাজমুল হুদা আসামী ছিলেন। গত ১৭ নভেম্বর তিনি হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগে অনুপ্রবেশ করেন। অভিযোগে বলা হয়, ১৬ নভেম্বর সিলেট জেলা মিলনায়তনে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় কোন কমিটি ভাঙ্গার সিদ্ধান্ত হয়নি।