স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর ও রিয়াজনগর গ্রামে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বাড়ির লোকজনকে মারপিট করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুটে নেয়। ডাকাতের হামলায় আহত আব্দুল কাইয়ূমকে (৪০) সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দিবাগত রাতে কালিকাপুর গ্রামের উসমান মিয়া এবং রিয়াজনগর গ্রামের আবুল কালামের বাড়িতে এ দুইটি ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়-ওই রাতে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত কালিকাপুর গ্রামের আবুল কালামের বাড়িতে প্রথমে হানা দেয়। ডাকাতদল গৃহকর্তা আবুল কালাম ও ভাড়াটিয়া স্থানীয় স্টার সিরামিকস এর প্রকৌশলী আব্দুল কাইয়ূমসহ দুই পরিবারের লোকজনকে মারপিট করে নগদ ২ লক্ষাধিক টাকা এবং ৬ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে পালিয়ে যায়।
ডাকাতের হামলায় আহত আব্দুল কাইয়ূমকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এদিকে, ওই ডাকাতির ঘটনার পরপরই ডাকাতদল রিয়াজনগর গ্রামের পার্শ্ববর্তী কালিকাপুর গ্রামের উসমান মিয়ার বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতদল উসমানসহ পরিবারের অন্যান্য লোকজনকে মারপিট করে নগদ ৫০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মালামাল লুটে নেয়। উল্লেখ্য, ইতোপূর্বে ৮ এপ্রিল একই গ্রামের পারভেজ চৌধুরীর বাড়িতে ডাকাতদল হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়।
গত ২ মাসে মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ৫টি ডাকাতির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসিত জানান- পুলিশ ঘটনাস্থল দুইটি পরিদর্শন করেছে। তিনি আরও জানান- লিখিত অভিযোগ পাওয়ার পর ডাকাতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাবে।