স্টাফ রিপোর্টার ॥ ছাগলে গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে সদর উপজেলার পাইকপাড়া গ্রামে দু’দলের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল বিকেল ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই গ্রামের হিরা মিয়ার একটি ছাগল একই গ্রামের আব্দুস সাত্তারের গাছের চারা বিনষ্ট করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আব্দুস সালাম (৩২), সোহেল মিয়া (২৭), আব্দুস সাত্তার (৬৫) ও সমেদ মিয়া (২২)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।