স্টাফ রিপোর্টার ॥ এমপি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের হাতে ফুলের তোড়া দিয়ে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার ২ শতাধিক নারী পুরুষের আওয়ামীলীগে যোগদান করেছেন। গতকাল রাতে এমপি আবু জাহিরের বাসভবনে ঢাকা মহানগর যুবলীগের (উত্তর) সদস্য এস এম সোহাগ আল হাইর নেতৃত্বে এমপির হাতে ফুলের তোড়া ও নৌকা তুলে দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। যোগদানকারী নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- বীনা, রীনা, রিনা বেগম, মাসুদা, রোজী, শম্পা, মাসুক, দুলাল, সোহেল, রাকিব আলী, মিন্টু মিয়া, শামছু, নাসির, জালাল, শিপন, তপন, বুলু, সজীব, ওয়াহিদ, মামুন, আজমান, সেলিম, আল আমিন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ শফিউল আলম মিলন, ৯নং ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নান, শাহ্ মোঃ কামাল উদ্দিন।
যোগদানকারীদের উদ্দেশ্যে এম পি আবু জাহির বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ সরকার আমলে দেশে উন্নয়নের জোয়ার বইছে। এ ধারাকে অব্যাহত রাখতে হলে যোগদানকারী প্রত্যেকটি নেতাকর্মীকে আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী হয়ে একযোগে কাজ করতে হবে। সকল বেদাবেদ ভুলে একযোগে কাজ করলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে।