স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে পিকআপ ভর্তি চোরাই কাঠসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর রাতে সাবাসপুর এলাকায় টিপু মিয়ার ‘স’ মিল থেকে ৩৬ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িত থাকায় চার জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন-চুনারুঘাট উপজেলার বরমপুর গ্রামের মৃত কালা মিয়ার পুত্র আক্তার মিয়া (৩০), শায়েস্তাগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের জিলা মিয়ার পুত্র ফয়সল মিয়া (২৮), নিশাপট গ্রামের মুসলেম খানের পুত্র দুলাল খাঁন ও হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রামের মৃত রজব আলীর পুত্র ফজলু মিয়া (৩৮)।
এ সময় চোরাই মালামাল কাজে ব্যবহৃত একটি নীল হলুদ রংয়ের ডিআই টাটা পিকআপ গাড়িও আটক করা হয়েছে। উদ্ধারকৃত চোরাই কাঠের বাজার মূল্য প্রায় ৫৪ হাজার টাকা। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) অজয় চন্দ্র দেব জানান- আসামীদের বিরদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয় এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।