নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বিট পুলিশিং পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার (২১ নভেম্বর) বিকেলে করগাঁও ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সভা অনুষ্টিত হয়। বিট পুলিশিং সভায় সভাপতিত্ব করেন বিট অফিসার এসআই মোজ্জামেল হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার অপারেশন ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, করগাঁও ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, সহকারী বিট অফিসার এএস আই সিরাজসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। সভায় বক্তারা বলেন, এলাকার মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুক্ত করতে পুলিশকে সহযোগীতা করতে হবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গব ও যুবক সমাজের লোকজন। বিগত বছর গুলায় পুলিশ মানুষের সঙ্গে দেখা করতে ভয় পেত কিন্তু বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন পুলিশ মানুষ বন্ধুত্ব পূর্ণ ভাবে কাজ করতে হবে। তাই প্রতেক্য ইউনিয়নে বিট পুলিশ কার্যকম চালু করা হয়েছে সবাই সঠিক সুযোগ সুবিধা পায়।