বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে বিভিন্ন ফসলের কৃষি পুণর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় ুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় বানিয়াচং উপজেলা পরিষদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং উপজেলা প্রেসকাব সভাপতি এস এম খোকন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, রেখাছ মিয়া প্রমুখ। উপজেলার ১৫টি ইউনিয়নে ুদ্র ও প্রান্তিক ১হাজার ৮৭০জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।