স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্যোগে কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্স সম্পন্নকারী ১২০ জন ছাত্র-ছাত্রীর মাঝে আনুষ্ঠানিক ভাবে সনদপত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে এসব শিক্ষার্থীরা এ সনদপত্র অর্জন করে।
সনদ বিতরণ উপলক্ষে গতকাল শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ ফারুক উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সামছুল হক, ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সঞ্জু, চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিদ্যুৎ পাল, প্রধান শিক্ষক দেবেশ ভট্টাচার্য্য, অবসরপ্রাপ্ত পল্লী উন্নয়ন অফিসার আলহাজ্ব এম.এ মতিন চৌধুরী, মুক্তিযোদ্ধা এম.এ খালেক, কাজী গোলাম মর্তুজা, মাস্টার আব্দুস সামাদ আজাদ, চুনারুঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মোস্তাক আহমেদ তরফদার, এস.আর রুবেল মিয়া, মোঃ আলাউদ্দিন, বি.এম সৈয়দ মাহফুজুর রহমান, আব্দুল মান্নান, কে.এম আকছির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইকরা কম্পিউটারের প্রতিষ্ঠাতা পরিচালক ইসমাইল হোসেন বাচ্চু। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মোঃ আল-আমিন হোসেন, মোঃ আফজাল হোসেন, মোঃ জাহিদুল ইসলাম জুয়েল ও ছাত্রছাত্রীদের পে নাসির উদ্দিন, সামছুদ্দিন ও শামীমা আক্তার প্রমূখ। মানপত্র পাঠ করে শিক্ষার্থী তাসলিমা আক্তার বৃষ্টি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেন, বর্তমান যুগে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার ভিশন ২১ বাস্তবায়ন ও বাংলাদেশকে ডিজিটাল হিসেবে রূপান্তর করতে হলে প্রত্যেকেরই কম্পিউটার বিষয়ে জোর দেয়া দরকার। তিনি ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।