স্টাফ রিপোর্টার ॥ প্রকাশ্যে ধূমপানের অপরাধে ৬ ধুমপায়ীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সকাল ১১ টার দিকে সুমনা আল মজিদের নেতৃত্বে হবিগঞ্জ হাসপাতাল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় প্রকাশ্যে ধুমপান করায় ৫ জনের প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে-চুনারুঘাটে উপজেলা ইউসুফ উল্লাহর পুত্র মেহের উল্লাহ, লাখাই উপজেলার স্বজন গ্রামের ফজলু মিয়ার ছেলে নুরুল ইসলাম, বানিয়াচঙ্গের সোনাফর আলীর ছেলে সবুর আলী, বানিয়াচঙ্গের শরীফ খানির আব্দুর রশীদের ছেলে আব্দুল মন্নান, পুকড়া গ্রামের কাজী সফর আলীর ছেলে কাজী মহসিন, অষ্টগ্রামের গিয়াস উদ্দিন। এ সময় সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মহসিন করিম উপস্থিত ছিলেন।