স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসে আক্রান্ত সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের আশু রোগ মুক্তি কামনায় হবিগঞ্জে মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় স্থানীয় পৌর টাউন হলে এ মিলাদ ও দোয়ার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। মিলাদ পূর্ব সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা শেখ সামছুল হক, সজিব আলী, ডা. অসিত রঞ্জন দাশ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, অ্যাডভোকেট আফীল উদ্দিন, অ্যাডভোকেট এম আকবর হোসেইন জিতু, নূর উদ্দিন বুলবুল, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, বিপ্লব রায় চৌধুরী, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি প্রমুখ। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের শুরু হয়। এরপর মাহবুবুল আলম হানিফ এমপিসহ করোনা ভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। এছাড়া হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি সদ্য করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে ফেরায় মহান আল্লাহ রাব্বুল আলআমিনের প্রতি শোকরিয়া জ্ঞাপন করেন উপস্থিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।