শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে উপজেলার শিবপাশা সবুজগঞ্জ বাজারে সরকারী খাদ্য বান্ধব কর্মসুচীর ৩ হাজার ৮শ ৩০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মতিউর রহমান খাঁন। এ সময় শিবপাশার যশকেশরী গ্রামের রুকু মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটক রুকু মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মতিউর রহমান খাঁন। আটক রুকু মিয়া শিবপাশা যশকেশরী গ্রামের মৃত আব্দুল হাসিম মিয়ার পুত্র। জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন গোপন সংবাদের ভিত্তিতে শিবপাশার সবুজগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে রুকু মিয়ার গুদাম ঘর থেকে সরকারের খাদ্যবান্ধব ও কর্মসুচীর ৩ হাজার ৮শত ৩০ কেজি চাল উদ্ধার করেন। এ সময় ম্যাজিস্ট্রের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলে ও ঘরের মালিক রুকু মিয়াকে আটক করেন। স্থানীয় কয়েজ জন জানান এক আওয়ামীলীগ নেতার খাদ্য বান্ধব ডিলারশিপ থেকে পাচার করার উদ্দেশ্যে লুকিয়ে রাখেন। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটক রুকু মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলম সহ পুলিশের একটি দল অভিযানে সহযোগীতা করেন। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন বলেন, প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে।