নিজস্ব প্রতিনিধি ॥ ১৬ নভেম্বর ১৯৭১ এ হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জের বদলপুর যুদ্ধের দিনব্যাপী রনাঙ্গণেই দুর্ধর্ষ গেরিলা বাহিনী দাসপার্টির কমান্ডার জগৎজ্যোতি দাস পাক বাহিনীর গুলিতে শহীদ হন। ৫০তম মৃত্যুদিবস উপলক্ষ্যে গত ১৬ নভেম্বর আজমিরীগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দুপুর ১২ ঘটিকায় “ঐতিহাসিক বদলপুর যুদ্ধ ও শহীদ জগৎজ্যোতি দাস বীর উত্তম” শীর্ষক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দাসপার্টির গাজী মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ। সভার শুরুতে কোর-আন তেলাওয়াত করেন বীর মুক্তিযুদ্ধা আব্দুর রশীদ মিয়া ও গীতাপাঠ করেন বীর মুক্তিযোদ্ধা প্রেমানন্দ চক্রবর্তী। সভার শুরুতে ১ মিনিট নীরবতা পালন শেষে বদলপুর রনাঙ্গনে দিনব্যাপী যুদ্ধের কাহিনী বর্ণনা করেন দাসপার্টির দুর্ধর্ষ যুদ্ধা মোহাম্মদ আলী মমিন। ধারাবাহিকভাবে ঐদিনকার যুদ্ধের কাহিনীসহ সেক্টরে ২০/২২ টি সফল অপারেশনকালে জগৎজ্যোতি দাসের সুদক্ষ, কৌশলী ও দৃঢ় কমান্ডিং বর্ণনা উল্লেখ করে বক্তৃতা করেন দাসপার্টির উপস্থিত নুরুল হক লিলু, মতিউর রহমান লাল, ইলিয়াস চৌধুরী, আবু সৈয়দ, রাশিদুল হাসান চৌধুরী কাজল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ চন্দ্র সরকার, দীনবন্ধু দাস, সোহান মিয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হানিফ প্রমুখ। পূর্বাহ্নে আজমিরীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের প্রশাসক ইউএনও মতিউর রহমান খানসহ অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাস বীর উত্তম এর বেদীতে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।