স্টাফ রিপোর্টার ॥ মহামারী করোনাকালীন সময়েও শিক্ষক বেলাল আহমেদের কোচিং সেন্টারে প্রাইভেট পড়ানো বন্ধ হয়নি। সরকারি আদেশ উপেক্ষা করেই তিনি গত ৬ মাস ধরে প্রতিদিন ১২ ঘণ্টা করে প্রাইভেট পড়াতেন। তিনি হবিগঞ্জ শহরের প্রধান দুইটি সরকারি বিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ করানোর কথা বলে শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন ইতোপূর্বে। বর্তমানেও তিনি একই প্রলোভন দিয়ে টাকা আদায় করছেন বলে অভিযোগ রয়েছে। শহরের ঈদগাঁহ সড়কের সূর্যমুখী আবাসিক এলাকায় কোচিং সেন্টার চালু করে প্রতিদিন শত শত শিক্ষার্থীকে প্রাইভেট পড়াচ্ছেন। করোনার শুরু থেকেই তিনি স্বাস্থ্যবিধি না মেনে অদ্যাবদি কোচিং করাচ্ছেন। বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে গতকাল রবিবার বিকেলে নির্বাহি ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম সাথীসহ একদল পুলিশ তার কোচিং সেন্টানে হানা দেন। বিষয়টি আঁচ করতে পেরে সুচতুর বেলাল সটকে পড়েন। তখন তার প্রতিষ্ঠানের চার শিক্ষককে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে আর কোচিং চালাবে না মর্মে সতর্ক করে ছেড়ে দেয়া হয়। উল্লেখ্য বেলাল আহমেদ বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে কর্মরত আছেন।