স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় বাস পুড়ানোর মিথ্যা মামলায় যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছকে আসামী করার প্রতিবাদে হবিগঞ্জ শহরে মশাল মিছিল করা হয়েছে। গতকাল রবিবার রাতে হবিগঞ্জ পৌর যুবদল এই মশাল মিছিল করে। মিছিলটি শহরের চৌধুরী বাজার খোয়াইমুখ পয়েন্ট থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে। পরে ডাকঘর এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়।
পৌর যুবদলের আহ্বায়ক মুর্শেদ আলম সাজনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাদল, এহসান উদ্দিন রুবেল প্রমুখ।