প্রেস বিজ্ঞপ্তি ॥ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা করেছে জাতীয়তাবাদী শ্রমিকদল হবিগঞ্জ সদর উপজেলা শাখা। গত শুক্রবার বাদজুমা শায়েস্তানগর জামে মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
পরে দলের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত। সদর উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মোঃ নূরুল হক লিটন এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম আনু’র পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা শ্রমিকদলের সহ-সভপতি মোঃ আব্দুস শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা শ্রমিকদলের সহ-সভাপতি আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মোঃ তুহিন খান। এতে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ, সোহেল এ চৌধুরী, আবুল কালাম মাষ্ঠার, আব্দুল হাই, গাজীউর রহমান গাজী, সদর উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক সেলিম মিয়া, সাইফুল ইসলাম, জামাল মিয়া, ফুল মিয়া গফুর মিয়া, সদস্য আছকির মিয়া, আব্দুল হালিম, লিটন মিয়া, আয়াত আলী, পৌর শ্রমিকদলের সহ-সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন, সদস্য সোহান খান, শামীম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের ধারক বাহক। তার আদর্শ অনুসরণ করে রাজনীতি করতে হবে।