স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার হাওরে গরুর শিংয়ের আঘাতে টুকু মিয়া (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকেলে তিনি তার পালিত একটি গরুর পাশের মানিক হাওর থেকে আনতে যান। এ সময় গরুটি তাকে শিং দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি সিংহগ্রামের মৃত বরকত আলীর পুত্র। সদর থানার পুলিশ লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রের করেছে লাশ।