স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পইল সড়কের তেমুনিয়ায় অবৈধ দোকানপাট বসার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এমনকি জায়গা দখল নিয়ে প্রায়ই অপ্রীতিকর ঘটনাও ঘটছে। এ ছাড়া পজিশন প্রতিদিন ২শ থেকে ৩শ টাকায় ভাড়া দেয়া হচ্ছে। আর এর টাকা নিচ্ছে প্রভাবশালীরা। সম্প্রতি জেলা প্রশাসন এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। কিন্তু মহামারী করোনার কারণে পুনরায় এসব স্থাপনা ছোট ছোট টিনের ছাপটা ও ত্রিপাল টানিয়ে ব্যবসা পরিচালনা করার সুযোগ করে দিচ্ছে স্থানীয় প্রভাবশালী মহল। বারবার পুলিশ তাদের নিষেধ করার পরও বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে প্রভাবশালীরা আবারও স্থাপনা করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব চা, ছানামুড়ির দোকানে এসব মাদকসেবী ও অপরাধীদের আড্ডা জমে। শুধু তাই নয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় যানজটের কারণে সাধারণ মানুষ পড়েন বিপাকে।
সম্প্রতি জেলা প্রশাসকের উদ্যোগে ভ্রমমাণ আদালত এসব স্থাপনা উচ্ছেদ করে সতর্ক বিজ্ঞপ্তিও লাগিয়ে দেয়। কিন্তু কেউ মানছে না এই সতর্কীকরণ নোটিশ। কিছুদিনের ভেতর আবারও ফলের দোকান, চায়ের দোকান ইত্যাদির দোকান বসাচ্ছে। অভিযোগ রয়েছে দৈনিক ও মাসিক চুক্তিতে পজিশন বিক্রি হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসক কামরুল হাসান জানান, সরকারি জায়গা দখল কিংবা ভাড়া দেয়ার নিয়ম নেই। আগেও উচ্ছেদ করা হয়েছে আবারও উচ্ছেদ করা হবে। যারা এসব করছে তাদের তালিকা করে ব্যবস্থা নেয়া হবে।