স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার লামাতাশি গ্রাম থেকে হাফাই মিয়া (৫০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। গতকাল শনিবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজিব আলীসহ একদল সিপাহী ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত হানিফ মিয়ার পুত্র। এ বিষয়ে তার বিরুদ্ধে বাহুবল থানায় মামলা হয়েছে।