স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌর এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করায় এবং ডিসিপি স্কুল সংলগ্ন রাস্তায় জনদূর্ভোগ/যানজট সৃষ্টি করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ এ জরিমানা প্রদান করেন।
এ সময় চুনারুঘাট উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে অবৈধভাবে বালু উত্তোলন থেকে বিরত থাকতে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন কঠোরভাবে মেনে চলতে অনুরোধ করা হয়েছে। একই সাথে বৈধ ভাবে বালু বিপণন ও পরিবহনের সময় যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি করা থেকে বিরত থাকতে নির্দেশ প্রদান করা হয়।