আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে উপজেলার শিবপাশা ইউনিয়নের ঝিলের বন হাওড় থেকে অবৈধভাবে এক্সভেটের দিয়ে মাটি উত্তোলনের দায়ে ৩ যুবক ও একই ইউনিয়নের পশ্চিমভাগ হাওড় থেকে পাখি শিকার করায় এক জনকে হাতে-নাতে ধরে বিনাশ্রম কারাদ- প্রদান করেন ভ্রাম্যমান আদালত। ১২ নভেম্বর ভোর ৫ টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় উপজেলার ৫নং শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ হাওড় থেকে পাখি শিকাররত অবস্থায় পশ্চিম-ভাগের আব্দুল মালেকের ছেলে রফুমিয়া(৬০) কে বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন নির্বাহী অফিসার মতিউর রহমান খান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান খান। এবং পরে শিকাররত ১৭ টি বক হাওড়ের আকাশে অবমুক্ত করা হয়। উল্লেখ্য, গত কয়েকদিন যাবত প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান পরচালিত হয়ে আসছে এতে শিকারীরা প্রশাাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও আজ হাতেনাতে ধরে এক শিকারীকে। একইদিনে সকাল ৭ টারদিকে শিবপাশা ঝিলের বন হাওড়ে ছদ্মবেশ ধারণ করে তিন বালু খেকোরদের আটক করেন নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন। আটককৃতরা হল- শিবপাশার মৃত মন্তাজ মিয়ার ছেলে কামাল মিয়া (৪০), ব্রাহ্মণ বাড়িয়ার আশুগঞ্জের বাধৈপুর এলাকার দূর্গাপুর গ্রামের জানু মিয়ার ছেলে জুনায়েদ মিয়া (১৯) ও অপরজন পাবনা জেলার বেড়া উপজেলার কাজীরহাট ইউপি’র রাজধরদিয়া গ্রামের আলী ফকিরের ছেলে শামিম ফকির (৩০)। আটককৃত এই তিন জনকে বালুমহাল ও মাটিব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ৬ মাসের বিনাশ্রম প্রদান করেন মতিউর রহমান খাঁনের ভ্রাম্যমাণ আদালত। এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিঁনি। অভিযানে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।