স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমানের মায়ের রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক মোঃ আনিছুজ্জামান চৌধুরী রতনের উদ্যোগে পত্রিকা কার্যালয়ে এ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ হাকিম, সাধারণ সম্পাদক এমএ আজিজ সেলিম, মানবকণ্ঠের জেলা প্রতিনিধি পাবেল খান চৌধুরী, জনতার এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার কাউছার আহমেদ, বিজয়ের প্রতিধ্বনির বার্তা সম্পাদক সাইফুর রহমান তারেক, যুগ্ম সম্পাদক আফতাবুর রহমান সেলিম, কেন্দ্রীয় ছাত্রসমাজের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মামুন আহমেদসহ পত্রিকার কলাকৌশলীগণ। মিলাদের পর দোয়ার আয়োজন করা হয়। দোয়ায় হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমানের মায়ের রোগ মুক্তি কামনা করা হয়।