আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর থানা পুলিশ কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে থানা হল রুমে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেদের সভাপতিত্বে ও পরিদর্শক (তদন্ত) কেএম আজমিরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, জেলা আইন কর্মকর্তা পিপি আকবর হোসেন জিতু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহ্ মোঃ মুসলিম, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, জাপা নেতা আলহাজ্ব কদর আলী মোল্লা, প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি, সাংবাদিক আইয়ুব খান, আক্তার হোসেন মনির, ফজলুর রহমান বুলেট প্রমুখ। অনুষ্ঠানে বক্তরা মাধবপুরের যানজট ও মাদক নিয়ন্ত্রনের জোর দাবি জানিয়ে প্রশাসনকে আরো বেগবান হয়ে কাজ করতে আহ্বান জানান।