মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন পরিষদের ২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল শনিবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন ৭৩ লাখ ৭৫ হাজার ৯৩২ টাকার বাজেট ঘোষনা করেন। অর্থ বছরে সম্ভাব্য ব্যয় দেখানো হয়েছে ৭১ লাখ ৬০ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ লাখ ১৫ হাজার ৯৩২ টাকা। এ সময় আলোচনায় অংশ নেন ইউপি সদস্য মোসতাক আহম্মেদ, পারভেজ মিয়া, ফারুক মিয়া, ইউনুস আলী, সাগর আলী, সিদ্দিক আলী, আব্দুর রাজ্জাক তিতন, মিছির আলী, ফরিদ মিয়া, সজিদা বেগম, জ্যোৎস্না বেগম, হামিদা বেগম, ফজলুর রহমান, আলী আজগর ছোট্টু, মোঃ ধুলা মিয়া, ইউপি সচিব মনতাজ মিয়া প্রমুখ।