চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে অটোরিক্সা সিএনজি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫জন আহত হয়েছে। গুরুতর আহত পলাশ চন্দ্র শীলকে আশঙ্কা জনক অবস্থায় চুনারুঘাট হাসপাতাল থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, শুক্রবার বিকাল ৩টায় চুনারুঘাট-মাধবপুর সড়কের আমতলি ও চান্দপুর নামক স্থানের ব্রীজের সন্নিকটে সিএনজি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে শিশুসহ ৫জন আহত হয়। আহতরা হল মনতোষ (২৫), হরিশ চন্দ্র (৪৫), কর্মা (১৫ মাস), মিলি কালিন্দী (২২), পলাশ চন্দ্র শীল (৪০)। এর মধ্যে গুরুতর আহত পলাশ চন্দ্র শীলকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।